ভারতে এখন থেকে মোবাইল ফোনের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে। আর এই অভিনব সেবা চালু করেছে আইডিবিআই ব্যাংক। তবে এ ক্ষেত্রে অবশ্য ওই ব্যাংকে চলতি বা সঞ্চয়ী হিসাব থাকতে হবে গ্রাহকের। রেলগাড়ি ও বিমানের টিকিট থেকে শুরু করে রেস্তোরাঁর খাওয়া-দাওয়া, এমনকি শপিং বা সিনেমার টিকিট কাটা যাবে মোবাইল ফোনের মাধ্যমে।যারা এই সুযোগ নেবে তাদের অবশ্যই ওই ব্যাংকের নিকটবর্তী শাখায় নিবন্ধিত হতে হবে। তবে এই নিবন্ধন এটিএম বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও করা যাবে। ব্যাংক বলেছে, এই ব্যবস্থা অত্যন্ত নিরাপদ। এ জন্য গ্রাহকের কার্ড নম্বর জানানোর দরকার নেই। যেকোনো মোবাইল ফোনের হ্যান্ডসেট থেকেই লেনদেন করা যাবে। সেই মোবাইল ফোন প্রি-পেইড বা পোস্টপেইড যা-ই হোক না কেন।

সৌজন্যে : দৈনিক প্রথম আলো