যুক্তরাষ্ট্রে অ্যানালগ টিভি সংকেত বন্ধ হয়ে যাচ্ছে আগামী জুনে। যেসব টিভি দর্শকের কেব্ল বা স্যাটেলাইট সংযোগ নেই, তাদের টিভি দেখতে হলে ঝুঁকতে হবে ডিজিটাল সংকেতে (সিগন্যাল)। আসলে গতকাল ১৭ ফেব্রুয়ারিই যুক্তরাষ্ট্রে অ্যানালগ টিভি সিগন্যাল শেষবারের মতো সম্প্রচারের দিন ধার্য ছিল। কিন্তু ভর্তুকির মাধ্যমে গ্রাহকদের টিভি কনভার্টার বক্স দেওয়ার প্রয়োজনীয় তহবিল ফুরিয়ে যাওয়ায় কংগ্রেস তড়িঘড়ি করে বিল পাসের মাধ্যমে জুন পর্যন্ত তা পিছিয়ে দিয়েছে। আগামী ১২ জুন হবে অ্যানালগ টিভি সিগন্যাল সম্প্রচারের শেষ দিন।তবে গতকাল থেকেই অনেক টিভি স্টেশন অ্যানালগ সিগন্যাল সম্প্রচার বন্ধ করে দিয়েছে। ফলে কতজন টিভি দর্শকের ওপর প্রভাব পড়েছে, তার কোনো নির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না। গবেষণা সংস্থা নিয়েলসেন কোম্পানি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাসাবাড়ির ৫ দশমিক ১ শতাংশ অ্যানালগ সিগন্যাল বন্ধের জন্য প্রস্তুত নয়। আগেই অ্যানালগ সম্প্রচার বন্ধ করে দেওয়া টিভি স্টেশনের কারণে এদের মধ্যে কত শতাংশ প্রভাবিত হয়েছে, তা জানা যায়নি।তবে অ্যানালগ সিগন্যাল সম্প্রচার বন্ধের সময়সীমা পিছিয়ে দেওয়ার বিরোধিতাকারী ব্যক্তিরা বলছে, যারা এর মধ্যে অ্যানালগ সিগন্যাল বন্ধের জন্য প্রস্তুত হতে পারেনি, তারা আগামী জুনের মধ্যেও পারবে না। তাদের জন্য সময় পেছানোর কোনো মানে হয় না।বার্কলেস ক্যাপিটালের সাবেক বিশ্লেষক অ্যালেন মাইলস জানান, অ্যানালগ সিগন্যাল এক ধাপে বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্ত ঠিক নয়। কারণ অন্যান্য দেশ ধাপে ধাপে অ্যানালগ সিগন্যাল বন্ধের উদ্যোগ নিয়েছে। তবে এখন ভর্তুকি দেওয়ার বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় অ্যানালগ সিগন্যাল বন্ধের প্রক্রিয়া পিছিয়ে গেছে এবং দুই ধাপে এ প্রক্রিয়া এগোচ্ছে।তবে অ্যানালগ সিগন্যাল বন্ধ করার শেষ সময়সীমা পিছিয়ে যাওয়ায় সব স্টেশন অ্যানালগ সিগন্যাল সম্প্রচার বন্ধ করেনি বলে কিছুটা সুবিধা হয়েছে। টিভি সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ার পর গ্রাহকদের এ ব্যাপারে তথ্য জানানোর কাজটি দুই ভাগে করা যাবে। ফলে টেলিভিশন কেন্দ্রের কর্মীদের ওপর চাপ কম পড়বে।আর এই দেরির সুযোগে যাদের এখনো কনভার্টার বক্স দেওয়া হয়নি, তাদের তা জুনের আগে দেওয়াও সম্ভব হবে। বাড়তি তহবিল জোগানের এই ৬৫ কোটি ডলারের বিলে গতকালই প্রেসিডেন্ট বারাক ওবামার সই করার কথা।

সৌজন্যে : দৈনিক প্রথম আলো