ঢাকার শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ‘প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ল্যাপটপ’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। বাংলাদেশে স্কুল শিক্ষার্থীদের জন্য এটি প্রথম উদ্যোগ। এই প্রকল্পে বাংলাদেশী তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘স্মার্ট টেকনোলজিস’ শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে এসার, এইচপি ও গিগাবাইট ব্রান্ডের ল্যাপটপ সরবরাহ করবে। প্রকল্পে ঋন সহায়তা প্রদান করবে ব্যাংক এশিয়া লিমিটেড। এ বিষয়ে ৪ ফেব্রুয়ারি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন- অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জি.এম. নিজাম উদ্দিন, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ব্যাংক এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরফান উদ্দিন আহমেদ। এ চুক্তির আওতায় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা স্বল্প মাসিক কিস্তিতে ল্যাপটপ কিনতে পারবে।চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ রূপায়নে তথ্যপ্রযুক্তি সামগ্রীকে সুলভে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে। স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, একুশ শতকে তথ্যপ্রযুক্তি শিক্ষার কোন বিকল্প নাই। ব্যাংক এশিয়া ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ বলেন, স্কুল শিক্ষার্থীদের পড়াশোনায় তথ্যপ্রযুক্তি খাতে সহায়তা করতে পেরে ব্যাংক এশিয়া গর্বিত। অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোস্তাফা জব্বার, ব্যাংক এশিয়া লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম খোরশেদ আলম, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আয়েশা হোসেন শাহনিলা, স্মার্ট টেকনোলজিসের বিপণন ব্যবস্থাপক মুজাহিদ আল বিরুনী সুজন প্রমুখ।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক
প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি করে ল্যাপটপ প্রকল্প চালু অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে
Posted by
Admin |
9:10 PM