বাংলা লেখার জন্য বর্তমানে অনেক অনলাইন প্রোগ্রাম (টেক্সট এডিটর) রয়েছে। এসব এডিটরের মাধ্যমে সহজেই ইউনিকোডভিত্তিক বাংলা লেখা যায় বা বিজয় কি-বোর্ড লে-আউটে লেখা কোনো কিছু ইউনিকোডে রূপান্তর করা যায়। অনলাইনে বাংলা ব্লগসাইটগুলোতে লেখার সুযোগ রয়েছে। তাই এসব সাইটে ইউনিকোড বাংলা লেখার নানা ব্যবস্থা থাকে। প্রথম আলো ব্লগে (www.prothom-aloblog.com) থাকা বাংলা ইউনিকোড এডিটরটিকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অনলাইন বাংলা টেক্সট এডিটর বলা যায়। এর টেক্সট এডিটর ফোনেটিক (ইংরেজি বানান রীতিতে বাংলা লেখা), প্রভাত, ইউনিজয়, বিজয় ও ভার্চুয়াল কিবোর্ডসহ জনপ্রিয় সবগুলো কি-বোর্ড লে-আউট সর্মথন করে। তবে এই এডিটরে লেখার জন্য প্রথমে নিবন্ধন করে নিতে হবে। এতে লগইন করে নতুন পোস্টে ক্লিক করলে এর টেক্সট এডিটরটি দেখা যাবে। মাউসের ডান ক্লিকের মাধ্যমে নির্দিষ্ট কি-বোর্ড লে-আউট সিলেক্ট করতে হবে। আরও একটি জনপ্রিয় অনলাইন টেক্সট এডিটর হচ্ছে সামহোয়্যার-ইন-ব্লগের (www.somewhereinblog.net) টেক্সট এডিটর। এটি ইউনিজয়, বিজয়, ফোনেটিক এই কি-বোর্ড লে-আউটগুলো সর্মথন করে। এটিতেও লিখতে গেলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। টেক্সট এডিটরে লেখার সময় নির্দিষ্ট কি-বোর্ড সিলেক্ট করতে হবে। এ ছাড়া বিজয় সফটওয়্যার ব্যবহার করে লেখা যেকোনো টেক্সট ইউনিকোডে রূপান্তর করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি কনভার্টার রয়েছে। এটির নাম নিকষ ইউনিকোড কনভার্টার। মুক্ত সফটওয়্যার বলে যে কেউ বিনামূল্যে এটি ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারবে (http://www.ecs.gov.bd/ nikosh/ news_cats.php? cat_id=2)