ভারতের লোকসভা নির্বাচন নিয়ে নতুন একটি ওয়েবসাইট খুলেছে গুগল। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে এই ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সংস্থার শীর্ষ আধিকারিক রিশি এস জেটলি। উদ্বোধনের পর রিশি জানিয়েছেন, ভারতের লোকসভা নির্বাচনের যাবতীয় তথ্য মিলবে এই ওয়েবসাইট থেকে। প্রসঙ্গত, হিন্দুস্তান টাইমস-এর সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে গুগল। ওয়েবসাইটটির তথ্যপ্রবাহও নিয়ন্ত্রণ করবে এই দুই সংস্থা যৌথভাবে। এখান থেকেই মিলবে নির্বাচনী কেন্দ্র, প্রার্থী-তালিকাসহ ভোটের নানা খবর। এ ছাড়া এই ওয়েবসাইটে ভোটের ওপর ব্লগ, ভিডিও এবং মন্তব্যও পাওয়া যাবে।

সৌজন্যে : দৈনিক প্রথম আলো