রাজধানী হিসেবে ৪০০ বছরের পুরোনো ঢাকা মহানগরকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে চালু হয়েছে ‘ঢাকা সিটি’ নামের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে শুধু রাজধানী হিসেবেই নয়, বাংলাদেশের একটি পর্যটন নগর হিসেবেও তুলে ধরা হয়েছে ঢাকা শহরকে। ঢাকা-সম্পর্কিত নানা তথ্যের পাশাপাশি এতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কীভাবে ঢাকায় আসতে হবে, কোথায় থাকা যাবে, কোথায় পছন্দের খাবার পাওয়া যাবে ইত্যাদি তথ্য। রয়েছে ঢাকায় বিভিন্ন দেশের দুতাবাস, হাসপাতাল, ব্যাংক, পর্যটন সংস্থা, সরকারি-বেসরকরি বিমান সংস্থা, ট্যাক্সিক্যাব, পরিবহন সংস্থা ইত্যাদি প্রতিষ্ঠানের ঠিকানা।ঢাকার বিভিন্ন বিপণিবিতান এবং ঢাকা মহানগরের একটি মানচিত্রও পাওয়া যাবে এই ওয়েবসাইটে। এ ছাড়া এই সাইটে দেখা যাবে ঢাকার ওপর একটি ভিডিওচিত্র। পর্যটন নগর হিসেবে ঢাকাকে তুলে ধরতে এই ওয়েবসাইটে রয়েছে ঢাকার আকর্ষণীয় স্থানের ছবিসহ সংক্ষিপ্ত বর্ণনা। পাশাপাশি দেশের বিভিন্ন পর্যটন এলাকার তথ্যও রয়েছে এতে।ওয়েবসাইটটিকে জনপ্রিয় করতে আয়োজন করা হয়েছে ত্রৈমাসিক কুইজ প্রতিযোগিতা। স্থায়ীভাবে বিদেশে বসবাসরত যেকোনো বিদেশি নাগরিক এতে অংশ নিতে পারবেন, সেই সঙ্গে বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন বাংলাদেশের যেকোনো শহরে চার দিন, তিন রাত হোটেলে থাকাসহ অন্য সুযোগ-সুবিধা।গত শনিবার দেশের ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর আনুষ্ঠানিকভাবে তাদের এই নতুন ওয়েবসাইটটি চালু করে। এ উপলক্ষে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের ওয়েবসাইটির উদ্বোধন করেন। ওয়েবসাইটটির ঠিকানা: www.dhakacity.com.bd