বিশ্বখ্যাত হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটালের (ডব্লিউডি) পরিবেশক হলো কম্পিউটার সোর্স লিমিটেড। গতকাল মঙ্গলবার রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে উপস্িথত ছিলেন ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের ওয়েস্টার্ন ডিজিটালের বিক্রয় পরিচালক সারোদ শ্রীবাস্তব। তিনি ওয়েস্টার্ন ডিজিটালের পণ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। ওয়েস্টার্ন ডিজিটালের পণ্য সরবরাহ প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রধান অফিস থেকে পরিচালিত হয় এবং বিভিন্ন দেশে পণ্য তৈরির কারখানা আছে বলে তিনি জানান।বাজারে ওয়েস্টার্ন ডিজিটালেল বিভিন্ন ধরনের হার্ডডিস্ক ড্রাইভের মধ্যে রয়েছে এক্সটার্নাল হার্ডডিস্ক, বহনযোগ্য হার্ডডিস্ক, শেয়ার্ড স্টোরেজ অ্যাপ্লিকেশন, ইন্টার্নাল ডেস্কটপ হার্ডড্রাইভ ও পাসপোর্ট অ্যাসেনসিয়াল। এর পাশাপাশি রয়েছে বিশেষ গ্রিন হার্ডড্রাইভ, যা ব্যবহারের ক্ষেত্রে ৪০ শতাংশ বিদ্যুৎ শক্তি কম খরচ হবে। সম্মেলনে কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, ‘আমরা সব সময়ই সচেষ্ট আমাদের পণ্যসম্ভারে আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা যুক্ত করে ব্যবসার নতুন ধারার উন্েনাচন করতে। ওয়েস্টার্ন ডিজিটাল পণ্যের মাধ্যমে আমরা আশা করি, গ্রাহকদের পরিপূর্ণ সেবা দিতে সক্ষম হব।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬০ গিগাবাইট থেকে শুরু করে ১ টেরাবাইট পর্যন্ত বিভিন্ন মানের হার্ডডিস্ক বাজারে পাওয়া যাবে।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো