সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে বিশেষজ্ঞরা আশংকা প্রকাশ করেছেন সারাবিশ্বে সাইবার ক্রাইম সংশ্লিষ্ট অপরাধসমূহ বৃদ্ধির। অনলাইন নির্ভর ডাটাসমূহ চুরি করার মাধ্যমে বছরে বিশ্বজুড়ে ১ ট্রিলিয়ন সমমানের আর্থিক ক্ষতি সাধন করা হয় উল্লেখ করে অচিরেই সাইবার ক্রাইম প্রতিরোধে নতুন পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। দাভোসে অনুষ্ঠিত এবারের ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে সারাবিশ্বে সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় একটি প্যানেলে। আলোচনায় অংশ নেন ফায়ার ফক্স ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠান মজিলা চেয়ারম্যান মিচেল বেকার, বিশ্বখ্যাত এন্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ ডিওয়াট, হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাথন জিট্রেইন, কুডেস্কি গ্রুপের এন্ডে কুডেস্কি, ওয়েব আইডেন্টিটি প্রটেকশন নিয়ে কাজ করা টম ইলিউব এবং মাইক্রোসফটের প্রধান গবেষণা কর্মকর্তা ক্রেইগ মান্ডি। সারাবিশ্বে সাইবার ক্রাইম বর্তমানে ক্রমান্বয়ে দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে প্রচলিত আইনসমূহ সাইবার ক্রাইম প্রতিরোধে যথাযথভাবে ভূমিকা রাখতে পারছে না বলে জানানো হয়। সেই সাথে বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার ক্রাইম প্রতিরোধে বিভিন্ন দেশসমূহকে একযোগে কাজ করে যাবার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ইন্টারনেট ভিত্তিক সমাজ ব্যবস্থায় সাইবার ক্রাইম দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে বলে হুশিয়ারি উচ্চারণ করে অচিরেই যথাযথ নিরাপত্তা বিধানের লক্ষ্যে একযোগে কাজ করতে হবে বলে মতামত ব্যক্ত করা হয়।
সৌজন্যে : দৈনিক ইত্তেফাক