ইন্টারনেট ভিত্তিক সমাজ ব্যবস্থায় বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে ই-কমার্স শিল্প। ই-কমার্স ভিত্তিক কার্যক্রমের বিস্তার বিশ্বের অর্থনৈতিক কর্মকান্ডে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় বিশাল জনসংখ্যার দেশ চীনে বিস্তৃত লাভ করেছে ই-কমার্স শিল্পের। কিছুদিন পূর্বেও চীন দেশে অনলাইন পেমেন্ট সিস্টেম সহজলভ্য না হলেও বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান অনলাইনে অর্থলেনদেন করতে কাজ শুরু করেছে। ফলে চীন দেশে কাজ করে যাওয়া এই সকল অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সমূহের কল্যাণে অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়ে জটিলতার অবসান হওয়ার পাশাপাশি পূর্বের তুলনায় অধিক সংখ্যক ব্যক্তি অনলাইনে ক্রয়-বিক্রয় কার্যক্রমে নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে সে দেশে ই-কমার্স শিল্পে রীতিমতো বিপ্লব সাধন করে চলেছে অনলাইন পেমেন্ট সার্ভিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ। ৯৯ বিল কর্পোরেশন নামে চীনের একটি অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান ইতোমধ্যে চীন দেশে তাদের রেজিস্টার্ড গ্রাহক সংখ্যা ৩৩ মিলিয়নে উন্নীত করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও অলিভার কাওয়ান চীনের অর্থনৈতিক উন্নয়নে ই-কমার্স ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে এবং অনলাইন পেমেন্ট সিস্টেম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন। মূলত অনলাইন ভিত্তিক ক্রয়-বিক্রয় কার্যক্রমে কাজ করে যাওয়া এই সকল অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সমূহ ব্যতিত কোন দেশে সহজে অর্থ লেনদেন করা সম্ভবপর হয় না বিধায় উন্নত বিশ্বের বিভিন্ন দেশে এই সকল প্রতিষ্ঠানের গুরুত্ব এবং রেজিস্টার্ড গ্রাহকের সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পেয়ে চলেছে।

সৌজন্যে : দৈনিক ইত্তেফাক