Clocky1011


কোম্পানির নাম সাক ইউকে আর তাদের বানানো মহার্ঘ্য ঘড়িটির নাম ক্লকি। এটি আদতে একটি অ্যালার্ম ক্লক। বলা হচ্ছে এটি যার সঙ্গী, ঘড়ির অ্যালার্ম উপেক্ষা করে আরেক প্রস্থ ঘুমানো তার জন্য অসম্ভব ব্যপার। সাক ইউকে ওয়েবসাইটে দেয়া আছে এর বিস্তারিত।

ভোরে বা যে কোনো সময় ক্লকিতে যখন অ্যালার্ম বাজে তখন যদি আপনি বাটন চেপে এটি বন্ধ করে দেন তবে প্রথমেই এটি গড়িয়ে নামবে নাইটস্ট্যান্ড থেকে। এরপর তারস্বরে অ্যালার্ম বাজিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে ঘুরতে থাকবে গোটা মেঝে জুড়ে! তখন এর চিৎকার চেঁচামেচি থামানোর জন্যই আপনাকে বিছানা থেকে উঠে ছুটতে হবে এর পেছন পেছন।

ব্যাটারি চালিত এই ক্লকির দাম ধরা হয়েছে ৪০ পাউন্ড। আশা করা হচ্ছে, এই ক্রিসমাস সিজনে অনেক বাবা-মাই এটি কিনবেন ভোরবেলা কিশোর সন্তানটির আলসেমি কাটানোর জন্য।


সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর