গ্লোবাল ব্র্যান্ড প্রা. লি. বাজারে নিয়ে এসেছে এলজির নতুন একটি এলসিডি মনিটর। ডব্লিউ১৬৪৩সি মডেলের এই মনিটরটি ১৬ ইঞ্চি প্রশস্ত পর্দার। এতে ৩০০০০:১ অনুপাতের ডিজিটাল ফাইন কনট্রাস্ট রেশিও, ৮ মিলি সেকেন্ড রেসপন্স টাইম, সর্বোচ্চ ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেলের রেজ্যুলেশন ইত্যাদি সুবিধা রয়েছে। নতুন এই মনিটরে ৯০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি কৌণিক দিক থেকেও ছবি দেখা যাবে। এর দাম সাত হাজার ৩০০ টাকা।