কম্পিউটার সোর্স লিমিটেড বাজারে নিয়ে এসেছে ডেল ব্র্যান্ডের নতুন একটি ল্যাপটপ কম্পিউটার। ইন্সপাইরন ১৫৪৫ মডেলের এই ল্যাপটপে ২.০ গিগাহার্টজ গতির ইন্টেল কোরটুডুয়ো প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১৫.৬ ইঞ্চি পর্দা, দুই গিগাবাইট ডিডিআর-২ র্যাম, ২৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ রয়েছে। এ ছাড়া এতে ডিভিডি রাইটার, ওয়েবক্যাম ইত্যাদি সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গে বিনামূল্যে একটি পিসি টুলস স্পাইওয়্যার ডক্টর অ্যান্টিভাইরাস দিচ্ছে কম্পিউটার সোর্স। এর ওজন দুই কেজি ৬৪০ গ্রাম। দাম ৪৯ হাজার ৫০০ টাকা।