বর্তমানে ভয়ঙ্কর হয়ে উঠছে সাইবার নিরাপত্তার বিষয়টি। কম্পিউটারের নিরাপত্তা দেওয়াই বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জাতীয় পর্যায়ে বড় ধরনের সমস্যা। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অন্যতম হুমকিও এখন সাইবার অপরাধ। সাইবার অপরাধীরা তাদের কার্যক্রম শুরু করে বাসার কম্পিউটার থেকে; তারপর হামলা চালায় অফিসে গুরুত্বপূর্ণ ফাইলে।

এ ব্যাপারটি শুধু উন্নত দেশগুলোতেই নয়, বরং কমবেশি সব দেশেই হচ্ছে। দেখা যাচ্ছে প্রতিনিয়ত সাইবার অপরাধীরা কাজ করে যাচ্ছে কারও বিরুদ্ধে কিংবা কোনো দেশের সরকারের বিরুদ্ধে। উন্নত দেশগুলোর সাইবার নিরাপত্তার ক্ষেত্রে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করা হলেও কমছে না সাইবার অপরাধীদের দৌরাত্ম্য; বরং তা বেড়ে নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে। তথ্য চুরি ছাড়া গুরুত্বপূর্ণ ডেটা নষ্ট করাও বর্তমানে সাইবার অপরাধীদের কার্যক্রমের অন্তর্ভুক্ত। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেমস লুইস বলেন, ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের পেন্টাগনের কম্পিউটার সিস্টেম প্রতিদিন প্রায় ৩৬০ মিলিয়ন বার পরীক্ষা করা হয়। তারপরও সাইবার অপরাধীদের বড় লক্ষ্য হচ্ছে এ কম্পিউটার ব্যবস্থায় হামলা চালানো।’

সাইবার নিরাপত্তার ব্যাপারে তিনি বেশ কিছু টিপস দিয়েছেন। যার মধ্যে অ্যান্টিভাইরাস ব্যবহার, স্প্যাম ফিল্টার ব্যবহার, ফায়ারওয়াল ব্যবহার, নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ তথ্যাদি আলাদাভাবে সংরক্ষণ করা এবং ইন্টারনেটে তথ্যাদি পাঠানোর আগে সতর্কতার সঙ্গে পাঠানো অন্যতম। ইন্টারনেটে নিরাপত্তার জন্য www.us-cert.gov/cas/tips সাইটে টিপস পাওয়া যাবে এবং www.spymuseum.org সাইটে পাওয়া যাবে প্রয়োজনীয় বিভিন্ন তথ্য।


সৌজন্যে : দৈনিক প্রথম আলো