গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এসেছে মাইক্রোনেট ব্র্যান্ডের নতুন একটি ইথারনেট সুইচ। এতে চারটি পাওয়ার ওভার ইথারনেট পোর্টসহ আটটি ১০/১০০এম আরজে-৪৫ পোর্ট রয়েছে। এটি আইট্রিপলই ৮০২.৩এএফ সমর্থিত যন্ত্রাংশগুলোকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে। সুইচটি তারহীন ল্যান এ্যাকসেস পয়েন্ট, ভিওআইপি ফোন, আইপি ক্যামেরা প্রভৃতির সঙ্গে ব্যবহার করা যাবে। এর দাম নয় হাজার ৫০০ টাকা।



