জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) ভূমিকা অপরিসীম। তিনি বিশ্বের শিল্প-প্রতিষ্ঠানগুলোকে সবুজ অর্থনীতি গড়ে তোলার জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের সবচেয়ে বড় মেলাগুলোর অন্যতম আইটিউ টেলিকম ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বান কি মুন এ আহ্বান জানান।
বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তনসহ যেকোনো সমস্যা মোকাবিলায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ হিসেবে তিনি মোবাইল ফোন সেবাদাতা এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ভূমিকার কথা উল্লেখ করেন। মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো আফ্রিকার কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দেয় এসএমএসের মাধ্যমে। এতে আফ্রিকার কৃষকেরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন।
বান কি মুন এ ধরনের নতুন নতুন উদ্যোগ নেওয়ার জন্য শিল্প-প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘সমস্যা মোকাবিলায় কীভাবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি কাজে লাগানো যায়, তা সবাইকে ভেবে বের করতে হবে। এর মধ্য দিয়ে বিশ্বে সবুজ অর্থনীতির সূচনা হবে। আশা করছি, আপনাদের ভাবনা বাস্তবে রূপ নিলে তা সত্যিই সমস্যা মোকাবিলা করবে।’ তিনি এ ব্যাপারে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) হিসাব অনুযায়ী, পাঁচ দিনের এ মেলায় ৪০ হাজার শিল্প-প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো