প্রায় ১০ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ছবি ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে। রন বোয়েলস নামে একজন অনলাইন নিরাপত্তা পরামর্শক এসব ছবি ও তথ্য প্রকাশ করেছেন। তিনি এসব ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল স্ক্যান করতে ও তথ্য সংগ্রহ করতে একটি বিশেষ সংকেত ব্যবহার করেছেন। তবে বোয়েলস সেসব গ্রাহকের তথ্য ও ছবি প্রকাশ করেছেন, যারা তাদের তথ্য প্রাইভেসি সেটিং ব্যবহার করে লুকিয়ে রাখেননি। ফেসবুক ব্যবহারকারীদের তথ্য সাধারণত অন্য কেউ দেখতে পারেন না। কেউ যদি চান তবেই অন্যরা তাঁর তথ্য ও ছবি দেখতে পারেন।
এখন ১০ কোটি ফেসবুক ব্যবহারকারীর বিস্তারিত তথ্য ও ছবি বিশ্বের সবচেয়ে বড় ফাইল আদান-প্রদান করার ওয়েবসাইট পাইরেট বেতে দেখা যাচ্ছে। এদিকে ওয়াচডগ প্রাইভেসি ইন্টারন্যাশনালের কর্মকর্তা সিমন ডেভিস জানান, এ রকম ঘটনা ঘটতে পারে বলে ফেসবুক কর্তৃপক্ষ আগেভাগেই হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করলেও তারা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেয়নি। ডেভিস বলেন, ‘প্রাইভেসি সেটিংয়ের বিষয়টি অনেকেই জানেন না। অনেকে জানলেও এর ব্যবহার সম্পর্কে সচেতন নয়। কাজেই এভাবে গ্রাহকদের তথ্য ও ছবি ফাঁস করাটা ঠিক হয়নি। বিষয়টি গ্রাহকেরা ভালোভাবে নেবে না বলেই আমি মনে করছি। এটা ব্যক্তিগত গোপনীয়তার মারাত্মক লঙ্ঘন হয়েছে।’
সৌজন্যে : দৈনিক কালের কণ্ঠ
শারীরিক অসুস্থতার কারণে বিশ্বকাপ খেলতে না পারলেও বিশ্বকাপ ফুটবলের সংবাদ দিতে ইয়াহুর সঙ্গে চুক্তি করেছে ডেভিড বেকহাম। ইংল্যান্ড দলের এই তারকা ফুটবলার চুক্তি অনুযায়ী বিশ্বকাপ ফুটবলবিষয়ক তাঁর মতামত, চিন্তা-ভাবনা ও অনুভূতির কথা লিখবেন ইয়াহুর স্পোর্টস বিভাগের 'ডেভিড বেকহাম চ্যানেলে'। ইয়াহুর সঙ্গে ডেভিড বেকহামের চুক্তির উদ্দেশ্য সম্পর্কে ইয়াহুর বিপণন বিভাগের প্রধান নির্বাহী এলিসা স্টিলা জানান, 'এ আয়োজনের মাধ্যমে বেকহামের তিনটি বিশ্বকাপ এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা থেকে ইয়াহু ব্যবহারকারীদের বিশ্বকাপ ফুটবলবিষয়ক তথ্য জানাতেই আমাদের এ উদ্যোগ।' বেকহাম জানান, 'ফুটবলপ্রেমীদের সঙ্গে ইয়াহু আমাকে আমার চিন্তা-ভাবনা, অনুভূতি ও অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ করে দিয়েছে।' বিশ্বকাপ ফুটবল খেলার বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি ইয়াহুর জন্য প্রচারণাও চালাবেন ডেভিড বেকহাম।
সৌজন্যে : দৈনিক কালের কণ্ঠ
ভারতের প্রায় ৬১ কোটি মোবাইল গ্রাহকের দীর্ঘ দিনের দাবির মুখে চালু হচ্ছে ইউনিক মোবাইল নম্বর ব্যবহারের সুবিধা। ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি বা ট্রাইয়ের চেয়ারম্যান জে এস শর্মা এ ঘোষণা দিয়েছেন। ইউনিক মোবাইল নম্বর ব্যবহারের সুযোগ চালু হলে যেকোনো মোবাইল অপারেটরের গ্রাহক তাঁর মোবাইল নম্বর এক রেখে অন্য অপারেটরের গ্রাহক হতে পারবেন। গ্রাহক যদি মনে করেন, তিনি ওই নম্বরটি সারা জীবন ব্যবহার করবেন অর্থাৎ ইউনিক নম্বর রাখবেন সেটাও করা যাবে। নম্বর অপরিবর্তিত রেখে অন্য অপারেটরের গ্রাহক হওয়ার এ সুযোগ ভারতে চালু হবে সেপ্টেম্বর মাসে।
বর্তমানে ভারতে ১১টি মোবাইল ফোন অপারেটর রয়েছে। দেশটির মোট জনসংখ্যার ৪৫ শতাংশ মানুষ এখন মোবাইল ফোন ব্যবহার করছে।
সৌজন্যে : দৈনিক কালের কণ্ঠ
ইন্টারনেটে তথ্য কোঁজার জনপ্রিয় ওয়েবসাইট গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রোয়েড এবং সদ্য বাজারে আসা অ্যাপলের আইফোন অপারেটিং সিস্টেমের (আইওএস) মধ্যে কোনটি সেরা হবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। পরবর্তী প্রজন্মের আইফোন, আইপড টাচ এবং আইপ্যাডের জন্য বিশেষভাবে তৈরি আইওএস ৪ নানা ধরনের সুবিধাসংবলিত। অন্যদিকে অ্যান্ড্রোয়েডের সর্বশেষ সংস্করণ ২.২তেও যুক্ত হয়েছে নতুন নতুন সুবিধা। এখন চলতি বাজারে সুবিধা এবং বৈশিষ্ট্যের দিক দিয়ে কোনটি সেরা, তাই নিয়ে চলছে আলোচনা।
গবেষণা প্রতিষ্ঠান ইয়ানকি গ্রুপের পরিচালক কার্ল হাওয়ে বলেন, অ্যান্ড্রোয়েড ২.২ আর আইওএস ৪ একই কাজ করলেও বৈশিষ্ট্যের দিক দিয়ে এদের রয়েছে ভিন্নতা। দুটো অপারেটিং সিস্টেমের মধ্যেই রয়েছে মুক্ত সফটওয়্যারের নানা সুবিধা, মাল্টিটাস্কিং ও ফোল্ডার সুবিধা। তবে ভিন্নতাও কম নয় দুটির মধ্যে। অ্যান্ড্রোয়েড সিস্টেম এইচটিএমএল৫ সুবিধা সমর্থন করলেও আইওএস তা করে না। তবে আইওএস ৪-এ রয়েছে ফেইসটাইম বৈশিষ্ট্যের মাধ্যমে ভিডিও চ্যাটের সুবিধা, যা অ্যান্ড্রোয়েডে নেই। স্মার্টফোনের বাজারে সবচেয়ে এগিয়ে আছে ব্ল্যাকবেরি, যার বাজার অংশীদারিত্ব ৩৫ শতাংশ। এরপরই রয়েছে আইফোন ২৮ এবং অ্যান্ড্রোয়েড সমর্থিত স্মার্টফোন নয় শতাংশ। আইফোন বিশ্বব্যাপী চলতি বছরে প্রায় চার কোটি এবং আগামী বছর পাঁচ কোটি বিক্রির লক্ষ্য নিয়েছে, যেখানে অ্যান্ড্রোয়েড চালিত ফোন চলতি বছরে এক কোটি ৩৮ লাখ এবং আগামী বছর দুই কোটি ৫০ লাখ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো
উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে স্টার্ট মেনুতে রান অপশন থাকে না। উইন্ডোজ সেভেন এবং ভিসতার স্টার্ট মেনুতে রান অপশন যোগ করতে কি-বোর্ড থেকে Windows key চেপে রেখে R চাপুন।এখন রান অপশন আসবে। এখানে gpedit.msc লিখে ইন্টার চাপুন। এখন User Configuration /Administrator Templates অপশনে যান। Start Menu and taskbar অপশনে ক্লিক করুন।এখন ডানে সবার নিচে Add the Run command to the Start Menu অপশনে ডান ক্লিক করে Properties-এ যান। এখন অপশনটি Enable করে Ok দিন। এর পর থেকে স্টার্ট মেনুতে গেলে রান অপশন পাবেন।
সৌজন্যে : দৈনিক প্রথম আলো